পর্তুগালের ইউরো দলের অধিনায়ক রোনালদো
- আপডেট সময় : ০৪:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
- / 68
৩৯ বছর বয়সেও আছেন দুর্দান্ত ফর্মে। তাই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পর্তুগাল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর থাকাটা অনেকটাই নিশ্চিত ছিল। জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর জন্য গতকাল ২৬ সদস্যের পর্তুগাল দল ঘোষণা করেন কোচ রবার্তো মার্টিনেজ, যেখানে বড় চমক ৪১ বছর বয়সী পেপে। দলটির সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় এখন তিনি।
আন্তর্জাতিক ফুটবলে ১২৮ গোল করা রোনালদোর সামনে রেকর্ড ষষ্ঠবার ইউরো খেলার হাতছানি। তাকে দলটির অধিনায়কও করা হয়েছে। এতদিন স্পেনের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের সমান পাঁচটি ইউরো খেলেছিলেন আল নাসরের এ ফরোয়ার্ড। বুড়ো রোনালদোকে দলে নেওয়ায় সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়তে হয়েছে পর্তুগালের কোচ মার্টিনেজকে।
বয়স না দেখে রোনালদোর ক্যারিয়ারের পরিসংখ্যান দেখতে বলেছেন তিনি, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো কেন? সবচেয়ে ভালো তাঁর তথ্যগুলো দেখা। তিনি এমন একজন প্লেয়ার, যিনি কিনা তাঁর ক্লাবের হয়ে ৪২ ম্যাচে করেছেন ৪২ গোল। তাঁর ফুটবলশৈলী ও শারীরিক সক্ষমতা এখনও বিদ্যমান। তাঁর মতো ফুটবলারকে আমাদের প্রয়োজন।’
পর্তুগালের ইউরো দল: গোলরক্ষক: ডিয়াগো কস্তা (পোর্ত), জোসে সা (উলভস), রুই প্যাটরিসিও (রোমা)।
ডিফেন্ডার: অ্যান্তোনিও সিলভা (বেনফিকা), দানিলো পেরেইরা (পিএসজি), ডিয়াগো ডালত (ম্যানইউ), গঞ্জালো ইনিসিও (স্পোর্টিং), জোয়াও কেনসেলো (বার্সেলোনা), নেলসন সেমেদো (উলভস), নুনো মেন্ডিস (পিএসজি), পেপে (পোর্ত), রুবেন দিয়াজ (ম্যানসিটি)।
মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেজ (ম্যানইউ), জোয়াও নেভেস (বেনফিকা), জোয়াও পালিনহা (ফুলহাম), ওটাভিও মন্টেইরো (আল নাসর), রুবেন নেভেস (আল হিলাল), ভিতিনহা (পিএসজি)।
ফরোয়ার্ড: বেনার্ড সিলভা (ম্যানসিটি), ক্রিস্টিয়ানো রোনালদো (আল নাসর), ডিয়াগো জোটা (লিভারপুল), ফ্রান্সিসকো কনসেকাও (পোর্ত), গঞ্জালো রামোস (পিএসজি), জোয়াও ফেলিক্স (বার্সেলোনা), পেদ্রো নেতো (উলভস), রাফায়েল লিও (এসি মিলান)।
নিউজটি শেয়ার করুন