তাড়া করছে হোয়াইটওয়াশ আতঙ্ক
- আপডেট সময় : ১২:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
- / 63
বাংলাদেশের বিপক্ষে টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে যুক্তরাষ্ট্র। তাতে বিশ্বকাপের আগে যেন পূর্ণ আত্মবিশ্বাস পেয়ে গেল দলটি। এরই মধ্যে বাংলাদেশকে ধবলধোলাই করার ইচ্ছা পোষণ করেছে তারা।
যুক্তরাষ্ট্রের দলনেতা মোনাক প্যাটেল বলেছেন, ‘আমরা যদি (শনিবার) জিততে পারি, প্রেরণা নিয়েই বিশ্বকাপে যেতে পারব। এটা অবশ্যই আমাদের সাহায্য করবে।’
জয়ের দুই ম্যাচে দলের সবার পারফরম্যান্সে খুশি মোনাক। সবার লড়াই করার যে মানসিকতা, সেটাই তাদের আরও বেশি আশা দেখাচ্ছে। যেমনটা বললেন তাদের এই অধিনায়ক, ‘আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছে। আমরা লড়াইয়ের মানসিকতা নিয়ে খেলেছি। ছেলেদের জন্য সত্যিই গর্ব হচ্ছে। পাওয়ারপ্লে এবং শেষ পাঁচ ওভারে আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, আমরা কন্ডিশন ভালোভাবে ব্যবহার করতে পেরেছি এবং তারা (বোলার) সঠিক সময়ে উইকেট এনে দিয়েছে।’
এদিকে দলটির পেসার আলি খানও ছাড়লেন হুঙ্কার। তারা বাংলাদেশকে পর পর দু’বার হারানোকে মোটেও সহজ বলে ভাবছেন না। নিজেদের সামর্থ্য আছে বলেই সিরিজ জিততে পেরেছেন বলে জানিয়ে দেন তিনি, ‘এটা অনেক বড় অর্জন। অনেক সময় বড় দলের বিপক্ষে আমাদের জয়কে ফ্লুক মনে করা হয়। দু’বার কাউকে হারানো এবং সিরিজ জেতা কখনোই ফ্লুক নয়। এর মানে হলো আমাদের প্রতিভা, স্কিল ও সামর্থ্য রয়েছে নিজেদের প্রমাণ করার।’
দুই জয়েও তাদের ক্ষুধা মেটেনি, সামনে এর ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, টি২০ বিশ্বকাপেও চমক দেখাতে চায় দলটি। তাদের পেসার আলি খানের ভাষ্য এমনই, ‘আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম। আমরা যে কোনো কিছু করার জন্য প্রস্তুত ছিলাম। আমরা অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমরা নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমাদের দল এখন খুব ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে। দল হিসেবে আমরা খুবই ক্ষুধার্ত। আমরা বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। যুক্তরাষ্ট্র বিশ্বকাপে অঘটন ঘটানোর জন্য তৈরি আছে।’
নিউজটি শেয়ার করুন