ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসলামের জন্য ছেড়েছিলেন অভিনয় ॥ দেড় বছরের মাথায় ফের অন্তঃসত্ত্বা সানা খান Logo কলার খোসা রোজ লাগান, যৌবন উপচে পড়বে Logo শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি এবং দ্রুত প্রস্থান Logo যুক্তরাষ্ট্রের গবেষক দল জানালেন, কেমন পুরুষকে বিয়ে করলে আপনি সুখী হতে পারবেন Logo বিবাহিত অথচ স্বামী-স্ত্রী আলাদা ঘুমান যে দেশে Logo সাভারে কাপড়ের গোডাউনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে Logo শাকিবের সাক্ষাতে মুগ্ধতা যেন কাটতে চাইছে না সৌমিতৃষার Logo ৫৩ ঘণ্টা পর শ্রমিক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক Logo পাচার অর্থ উদ্ধারে নিয়োগ হচ্ছে আন্তর্জাতিক ল ফার্ম Logo তিন দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

 

রিয়ালেরই রাজত্ব, নাকি ডর্টমুন্ডের উত্থান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • / 60
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

এবার লা লিগা শিরোপা ঘরে তুলে কার্লো আনচেলোত্তি বলেছিলেন, তাঁর করা কোচিং ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের এই স্কোয়াডই সেরা। সেই সেরা দল নিয়েই আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মঞ্চে নামবেন ইতালিয়ান এই কোচ। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়ালের সামনে নিজেদের সাফল্যের গাথা রিয়ালেরই রাজত্ব, নাকি ডর্টমুন্ডের উত্থানআরো উঁচুতে নেওয়ার হাতছানি।

অন্যদিকে বরুশিয়া ডর্টমুন্ড ২৭ বছরের অপেক্ষা ফুরাতে চায় ওয়েম্বলিতে রিয়ালকে বিষাদে ডুবিয়ে।

সর্বশেষ ১০ বছরে রিয়ালের এটি ষষ্ঠ ফাইনাল। আগের পাঁচবারই তারা শিরোপা উৎসব করেছে। ১৯৮১ সালের পর আর কোনো ফাইনালে হারেনি তারা। ২০২১ সালে ফের দায়িত্ব নিয়েই লস ব্লাংকোদের শিরোপা জেতান আনচেলোত্তি।

গত জানুয়ারি থেকে কোনো ম্যাচ হারে না রিয়াল। অপরাজিত আছে টানা ২৫ ম্যাচ। সেই আত্মবিশ্বাস ডর্টমুন্ডের বিপক্ষেও কাজে লাগানোর প্রত্যয় আনচেলোত্তির, ‘প্রথমবার যখন এই শিরোপা জিতেছিলাম এবার জিতলেও একই অনুভূতি হবে। শনিবার ওয়েম্বলিতে স্নায়ুর লড়াই হবে।

এটাই স্বাভাবিক। আমরা প্রস্তুত হয়েই এসেছি। এই দল আমাকে অনেক আত্মবিশ্বাস দিচ্ছে। ছেলেদের আমি ফাইনাল নিয়ে মনোযোগী দেখেছি। তারা চ্যাম্পিয়নস লিগের মুডে আছে।

’ ১৯৯৭ সালের চ্যাম্পিয়ন ডর্টমুন্ডের ২০১৩ সালের ফাইনালে হৃদয় ভাঙার গল্প সঙ্গী হয়েছিল। সাফল্যমণ্ডিত রিয়ালের বিপক্ষেও কি তেমন কিছুই হবে? নাকি ইতিহাস বদলাতে পারবে জার্মান ক্লাবটি? দলটির কোচ এডিন টেরডিচ বলেছেন, ‘আমাদের নিজস্ব গল্প আছে। গত বছর থেকে আমাদের উত্থান-পতনের গল্প তৈরি হয়েছে। আমরা এমন এক দল, যারা বছরের পর বছর লড়াই করে এগোচ্ছি। এ কারণেই এখন আমরা ফাইনালে এবং রিয়াল মাদ্রিদের মতো দলের বিপক্ষে খেলতে নামছি।’

ওয়েম্বলিতে আজ ভাগ্য গড়ে দিতে পারেন রিয়ালের আক্রমণভাগ কিংবা ডর্টমুন্ডের রক্ষণভাগ। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহাম, হোসেলুরা আছেন ছন্দে। এবারের আসরে পাঁচটি করে গোল আছে ভিনি, রদ্রি ও হোসেলুর। আন্দ্রি লুনিন জ্বরে আক্রান্ত হওয়ায় আজ রিয়ালের গোলবার সামলাবেন অভিজ্ঞ থিবো কোর্তোয়া। ফলে দলের ভারসাম্য আরো বেড়েছে। পার্থক্য গড়ে দিতে পারেন ব্রাজিলিয়ান তারকা ভিনি। মৌসুমজুড়েই দুর্দান্ত ফুটবল খেলেছেন এই ফরোয়ার্ড। ব্যালন ডি’অর জেতার পথে বেলিংহামের সঙ্গে প্রবল লড়াইয়ে আছেন ভিনি। তবে শিরোপা ছুঁতে হলে প্রতিপক্ষের জমাট রক্ষণে ফাটল ধরাতে হবে তাঁদের।

কেননা ম্যাট হামেলস, নিকো শোটারবেক, ইয়ান ম্যাটসেনরা আছেন দারুণ ছন্দে। সেমিফাইনালের দুই লেগেই কিলিয়ান এমবাপ্পের পিএসজির বিপক্ষে গোলপোস্ট আগলে রাখতে সক্ষম হন তাঁরা। দলটির সেন্টার ব্যাক শোটারবেক যেমন বলেছেন, ‘রিয়ালের বিপক্ষেই সব সময় খেলতে চেয়েছি, কিন্তু আমরা কোনো ভয় পাচ্ছি না। আমরা এই মৌসুমে আন্ডারডগ, যেটা আমাদের সঙ্গে মানিয়েছে।’ রক্ষণের সঙ্গে দলটির আক্রমণে জ্যাডন সাঞ্চো, নিকলাস ফুলক্রুগরা যদি জ্বলে ওঠেন তাহলে আজ ভিন্ন গল্পও লিখতে পারে জার্মান ক্লাবটি। কিন্তু চ্যাম্পিয়নস লিগে রিয়াল বরাবরই দুর্বার। তাদের হারাতে হলে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে ডর্টমুন্ডকে। এএফপি

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

রিয়ালেরই রাজত্ব, নাকি ডর্টমুন্ডের উত্থান

আপডেট সময় : ১১:৩৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪

 

এবার লা লিগা শিরোপা ঘরে তুলে কার্লো আনচেলোত্তি বলেছিলেন, তাঁর করা কোচিং ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের এই স্কোয়াডই সেরা। সেই সেরা দল নিয়েই আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মঞ্চে নামবেন ইতালিয়ান এই কোচ। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়ালের সামনে নিজেদের সাফল্যের গাথা রিয়ালেরই রাজত্ব, নাকি ডর্টমুন্ডের উত্থানআরো উঁচুতে নেওয়ার হাতছানি।

অন্যদিকে বরুশিয়া ডর্টমুন্ড ২৭ বছরের অপেক্ষা ফুরাতে চায় ওয়েম্বলিতে রিয়ালকে বিষাদে ডুবিয়ে।

সর্বশেষ ১০ বছরে রিয়ালের এটি ষষ্ঠ ফাইনাল। আগের পাঁচবারই তারা শিরোপা উৎসব করেছে। ১৯৮১ সালের পর আর কোনো ফাইনালে হারেনি তারা। ২০২১ সালে ফের দায়িত্ব নিয়েই লস ব্লাংকোদের শিরোপা জেতান আনচেলোত্তি।

গত জানুয়ারি থেকে কোনো ম্যাচ হারে না রিয়াল। অপরাজিত আছে টানা ২৫ ম্যাচ। সেই আত্মবিশ্বাস ডর্টমুন্ডের বিপক্ষেও কাজে লাগানোর প্রত্যয় আনচেলোত্তির, ‘প্রথমবার যখন এই শিরোপা জিতেছিলাম এবার জিতলেও একই অনুভূতি হবে। শনিবার ওয়েম্বলিতে স্নায়ুর লড়াই হবে।

এটাই স্বাভাবিক। আমরা প্রস্তুত হয়েই এসেছি। এই দল আমাকে অনেক আত্মবিশ্বাস দিচ্ছে। ছেলেদের আমি ফাইনাল নিয়ে মনোযোগী দেখেছি। তারা চ্যাম্পিয়নস লিগের মুডে আছে।

’ ১৯৯৭ সালের চ্যাম্পিয়ন ডর্টমুন্ডের ২০১৩ সালের ফাইনালে হৃদয় ভাঙার গল্প সঙ্গী হয়েছিল। সাফল্যমণ্ডিত রিয়ালের বিপক্ষেও কি তেমন কিছুই হবে? নাকি ইতিহাস বদলাতে পারবে জার্মান ক্লাবটি? দলটির কোচ এডিন টেরডিচ বলেছেন, ‘আমাদের নিজস্ব গল্প আছে। গত বছর থেকে আমাদের উত্থান-পতনের গল্প তৈরি হয়েছে। আমরা এমন এক দল, যারা বছরের পর বছর লড়াই করে এগোচ্ছি। এ কারণেই এখন আমরা ফাইনালে এবং রিয়াল মাদ্রিদের মতো দলের বিপক্ষে খেলতে নামছি।’

ওয়েম্বলিতে আজ ভাগ্য গড়ে দিতে পারেন রিয়ালের আক্রমণভাগ কিংবা ডর্টমুন্ডের রক্ষণভাগ। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহাম, হোসেলুরা আছেন ছন্দে। এবারের আসরে পাঁচটি করে গোল আছে ভিনি, রদ্রি ও হোসেলুর। আন্দ্রি লুনিন জ্বরে আক্রান্ত হওয়ায় আজ রিয়ালের গোলবার সামলাবেন অভিজ্ঞ থিবো কোর্তোয়া। ফলে দলের ভারসাম্য আরো বেড়েছে। পার্থক্য গড়ে দিতে পারেন ব্রাজিলিয়ান তারকা ভিনি। মৌসুমজুড়েই দুর্দান্ত ফুটবল খেলেছেন এই ফরোয়ার্ড। ব্যালন ডি’অর জেতার পথে বেলিংহামের সঙ্গে প্রবল লড়াইয়ে আছেন ভিনি। তবে শিরোপা ছুঁতে হলে প্রতিপক্ষের জমাট রক্ষণে ফাটল ধরাতে হবে তাঁদের।

কেননা ম্যাট হামেলস, নিকো শোটারবেক, ইয়ান ম্যাটসেনরা আছেন দারুণ ছন্দে। সেমিফাইনালের দুই লেগেই কিলিয়ান এমবাপ্পের পিএসজির বিপক্ষে গোলপোস্ট আগলে রাখতে সক্ষম হন তাঁরা। দলটির সেন্টার ব্যাক শোটারবেক যেমন বলেছেন, ‘রিয়ালের বিপক্ষেই সব সময় খেলতে চেয়েছি, কিন্তু আমরা কোনো ভয় পাচ্ছি না। আমরা এই মৌসুমে আন্ডারডগ, যেটা আমাদের সঙ্গে মানিয়েছে।’ রক্ষণের সঙ্গে দলটির আক্রমণে জ্যাডন সাঞ্চো, নিকলাস ফুলক্রুগরা যদি জ্বলে ওঠেন তাহলে আজ ভিন্ন গল্পও লিখতে পারে জার্মান ক্লাবটি। কিন্তু চ্যাম্পিয়নস লিগে রিয়াল বরাবরই দুর্বার। তাদের হারাতে হলে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে ডর্টমুন্ডকে। এএফপি