ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

 

পয়েন্ট ভাগাভাগিতে বিশ্বকাপ শুরু ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / 54
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। পূর্ণ পয়েন্ট তুলে নেওয়া উচিত এমন ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে তারা। শুরুতেই খানিকটা পিছিয়েও গেছে। ইংলিশ অধিনায়ক জস বাটলার তাই পরের ম্যাচগুলো থেকে টুর্নামেন্টের লড়াইয়ে ফেরার আশা ব্যক্ত করেছেন।

মঙ্গলবার বারবাডোসের কেনিংটন ওভালে বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়েই টস জিতে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। দু’বার বৃষ্টির বাধা পেরিয়ে ১০ ওভারে কোন উইকেট না হারিয়ে ৯০ রান তোলে। ওপেনা জর্জ মুনসে ৩১ বলে ৪১ ও মাইকেল জোনস ৩০ বলে ৪৫ রান করেন। ঝড়ো ব্যাটিংয়ে স্কটিশদের চোখে মুখে তখন ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানানোর প্রত্যয়। তখনই দীর্ঘ বৃষ্টিতে ম্যাচটা ভাসিয়ে নিয়ে গেছে।

বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ইংল্যান্ড ও স্কটল্যান্ড একটি করে পয়েন্ট পেয়েছে। গ্রুপের অন্য প্রতিপক্ষ ওমান, নামিবিয়া ও অস্ট্রেলিয়া হওয়ায় পরের রাউন্ডে যেতে হয়তো খুব বেগ পেতে হবে না ইংল্যান্ডের। কিন্তু বৃষ্টি যদি এভাবে আরও এক ম্যাচ বাগড়া দেয় তবে কপাল পোড়ার বাকিও থাকবে না।

ম্যাচ শেষে বাটলার বলেছেন, ‘আমরা পূর্ণ ম্যাচ পত্যাশা করেছিলাম। কিন্তু তা হলো না। আশা করছি, পরের ম্যাচটা পুরোপুরি হবে এবং আমরা টুর্নামেন্টে ফিরব।’ জোফরা আর্চার বিশ্বকাপ দলে ফিরেছেন। ম্যাচও খেলেছেন। তার সঙ্গে মার্ক উড ও ক্রিস জর্ডান দলে থাকলেও স্কটিশদের টলাতে পারেনি ইংল্যান্ড। বাটলারের মতে, বাড়তি পেসের কারণে তারা আর্চার-উডের সমন্বয় বেছে নিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

পয়েন্ট ভাগাভাগিতে বিশ্বকাপ শুরু ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের

আপডেট সময় : ১২:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

 

বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। পূর্ণ পয়েন্ট তুলে নেওয়া উচিত এমন ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে তারা। শুরুতেই খানিকটা পিছিয়েও গেছে। ইংলিশ অধিনায়ক জস বাটলার তাই পরের ম্যাচগুলো থেকে টুর্নামেন্টের লড়াইয়ে ফেরার আশা ব্যক্ত করেছেন।

মঙ্গলবার বারবাডোসের কেনিংটন ওভালে বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়েই টস জিতে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। দু’বার বৃষ্টির বাধা পেরিয়ে ১০ ওভারে কোন উইকেট না হারিয়ে ৯০ রান তোলে। ওপেনা জর্জ মুনসে ৩১ বলে ৪১ ও মাইকেল জোনস ৩০ বলে ৪৫ রান করেন। ঝড়ো ব্যাটিংয়ে স্কটিশদের চোখে মুখে তখন ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানানোর প্রত্যয়। তখনই দীর্ঘ বৃষ্টিতে ম্যাচটা ভাসিয়ে নিয়ে গেছে।

বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ইংল্যান্ড ও স্কটল্যান্ড একটি করে পয়েন্ট পেয়েছে। গ্রুপের অন্য প্রতিপক্ষ ওমান, নামিবিয়া ও অস্ট্রেলিয়া হওয়ায় পরের রাউন্ডে যেতে হয়তো খুব বেগ পেতে হবে না ইংল্যান্ডের। কিন্তু বৃষ্টি যদি এভাবে আরও এক ম্যাচ বাগড়া দেয় তবে কপাল পোড়ার বাকিও থাকবে না।

ম্যাচ শেষে বাটলার বলেছেন, ‘আমরা পূর্ণ ম্যাচ পত্যাশা করেছিলাম। কিন্তু তা হলো না। আশা করছি, পরের ম্যাচটা পুরোপুরি হবে এবং আমরা টুর্নামেন্টে ফিরব।’ জোফরা আর্চার বিশ্বকাপ দলে ফিরেছেন। ম্যাচও খেলেছেন। তার সঙ্গে মার্ক উড ও ক্রিস জর্ডান দলে থাকলেও স্কটিশদের টলাতে পারেনি ইংল্যান্ড। বাটলারের মতে, বাড়তি পেসের কারণে তারা আর্চার-উডের সমন্বয় বেছে নিয়েছেন।