তারকায় ঠাসা দল নিয়ে ব্রাজিলের হোঁচট
- আপডেট সময় : ০৯:৩৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / 37
কোপা আমেরিকার আগেই এটাই ছিল ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। তবে প্রস্তুতিটা মোটেই ভালো হলো না দরিভাল জুনিয়রের দলের। স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাতে কোপার মূল আসরের আগে দলের শক্তি নিয়ে সংশয় থেকেই গেল।
ম্যাচে ১৭ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। রাফিনিয়ার পাস থেকে বাঁ পায়ের নিচু শটে গোল করেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। তার গোলের ৯ মিনিট পরই সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। ২৩তম মিনিটে ব্রাজিলের মিডফিল্ডার জোয়াও গোমেজ ফাউল করায় ফ্রি কিক পেয়েছিল যুক্তরাষ্ট্র। মাটি কামড়ানো শটে দলকে সমতায় ফেরান ক্রিস্টিয়ান পুলিসিচ।
ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচে প্রথম সুযোগ পেয়েছিল ব্রাজিলই। এসি মিলানের মিডফিল্ডার ইউনুস মুসা ম্যাচের ৫ মিনিটে ২৫ গজ দূরত্ব থেকে বুলেট গতির শট নিয়েছিলেন। বলটি ক্রসবারে লেগেছে। এদিকে প্রথম সুযোগেই এগিয়ে যেতে ভুল করেনি ব্রাজিল। ব্রুনো গিমারেজের পাস ধরে রাফিনিয়া বল দেন রদ্রিগোকে। বাকিটা স্কোরশিটে।
এই ম্যাচে ব্রাজিল জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো। তবে চীনের প্রাচীর হয়ে দলকে রক্ষা করেছেন যুক্তরাষ্ট্রের গোলকিপার টার্নার। ৭০ মিনিটের পর চার-পাঁচটি গুরুত্বপূর্ণ সেভ করেন এই গোলকিপার। এনদ্রিক, রদ্রিগো এবং ভিনিসিউস জুনিয়রকে হতাশা উপহার দেন তিনি।
যুক্তরাষ্ট্রের গোলকিপার টার্নার আজকের ম্যাচে ১১টি সেভ করেন। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে টিম হাওয়ার্ডের ১৫ সেভের পর যুক্তরাষ্ট্রের কোনো গোলকিপারের এটাই সর্বোচ্চ সেভের ইতিহাস।
কোপা আমেরিকায় ‘ডি’ গ্রুপে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। ২৪ জুন কোস্টারিকার মুখোমুখি হয়ে কোপা আমেরিকায় শিরোপা অভিযান শুরু করবে ব্রাজিল। ‘সি’ গ্রুপে যুক্তরাষ্ট্রের তিন প্রতিদ্বন্দ্বী যথাক্রমে উরুগুয়ে, পানামা ও বলিভিয়া। ২৩ জুন বলিভিয়ার মুখোমুখি হয়ে কোপা আমেরিকা শুরু করবে যুক্তরাষ্ট্র।
নিউজটি শেয়ার করুন