পানামাকে হারিয়ে উরুগুয়ের শুভ সূচনা
- আপডেট সময় : ১০:১৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / 41
কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে পানামাকে হারিয়েছে ল্যাতিনের অন্যতম পরাশক্তি উরুগুয়ে। শেষদিকের ২ গোলে ৩-১ গোলের বড় জয় পায় মার্সেলো বিয়েলসার শিষ্যরা।
ফ্লোরিডার মিয়ামিতে ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় উরুগুয়ে। ১৬ মিনিটে ম্যাতিয়াস ভিনার পাস থেকে ম্যাক্সিমিলিয়ানোর ডি বক্সের বাইরে থেকে নেওয়া বাম পায়ের শট খুঁজে পায় গোলের নিশানা।
১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। ৩০ মিনিটে ডারউইন নুনেজের ভলি শটও তালুবন্দি করেন এই গোলরক্ষক। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারো হোসে ফাহার্দোর বাইসাইকেল কিক লক্ষ্যভ্রষ্ট হয়। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দুইদল।
বিতরির পর আক্রমন পাল্টা আক্রমন হলেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। ৮৬ মিনিটেই দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ডারউইন নুনেজ। তার ভলি শট খুঁজে পায় গোলের ঠিকানা। ম্যাচের অতিরিক্ত সময়য়ের দ্বিতীয় মিনিটে ভিনা গোল করে দলের ব্যবধান বাড়ান তিন গোলে।
তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পানামার হয়ে এক গোল শোধ করেন মিখাইল মুরিলো। পানামা কিছুটা ব্যবধান কমালেও ৩-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।
নিউজটি শেয়ার করুন