আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালে পাঁচ ব্রাজিলিয়ান রেফারি
- আপডেট সময় : ১০:৩১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / 62
আগামী ১৫ জুলাই সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এই ম্যাচে রেফারি হিসেবে থাকবেন ৪৪ বছর বয়সী ব্রাজিলিয়ান রাফায়েল ক্লাউস। ক্লাউস ছাড়াও ফাইনাল পরিচালনার জন্য ব্রাজিলের আরো ৪ জন রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘোষিত তথ্য অনুয়ায়ী, খেলায় মাঠে থাকছেন ব্রাজিলীয় রেফারি রাফায়েল ক্লাউস।
তার সঙ্গে অ্যাসিসট্যান্ট, ভিএআর মিলিয়ে মোট ৭ জন রেফারির মধ্যে ৫ জনই থাকছেন ব্রাজিলের। ২০১৫ সাল থেকে ফিফার ম্যাচ অফিসিয়ালদের তালিকায় আছেন ৪৪ বছর বয়সী ক্লাউস। তাকে দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা ম্যাচ অফিসিয়াল হিসেবে বিবেচনা করা হয়। অভিজ্ঞতার পাশাপাশি রেফারিদের মধ্যে ভালো নামডাকও রয়েছে তার।
ব্রাজিলের বাকি চার জন হলেন ক্লাউস সহকারী ব্রুনো পিরেস ও রদ্রিগো কোরেয়া। ভিএআরের দায়িত্বে থাকবেন আরেক ব্রাজিলিয়ান রোদোলফো তস্কি। তাকে সহায়তা করবেন ব্রাজিলীয় দানিলো মানিস। ক্লাউস দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনা-কলম্বিয়ার ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন।
কাতার বিশ্বকাপের বাছাইপর্বে প্রথমবার দায়িত্ব পালন করা সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে। তখন কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সব মিলিয়ে ক্লাউস আর্জেন্টিনার চারটি ও কলম্বিয়ার তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। সেই চার ম্যাচে আর্জেন্টিনা দুটিতে জিতেছে এবং হেরেছে দুটি ম্যাচে। অন্যদিকে কলম্বিয়া এক জয়, এক হার এবং এক ড্র করেছে।
এর আগে ২০২০ সালে বিশ্বকাপের বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে রেফারি রাফায়েল ক্লাউস সঙ্গে সমস্যা হয়েছিল আজেন্টিনার। আর্জেন্টিনার ঘরের মাঠে সেই ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে। প্রথমার্ধে আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি দিয়েছিলেন ক্লাউস, দ্বিতীয়ার্ধে ভিএআরের সাহায্য নিয়ে বাতিল করেছিলেন মেসির গোল। সেই ম্যাচের পর ক্লাউসকে উদ্দেশ্য করে মেসি বলেছিলেন, ‘তুমি আমাদের বিরুদ্ধে দুবার অন্যায় করেছো।’ মেসির গোল বাতিল হওয়ার পর কোচ স্কালোনি বলেছিলেন, ‘সমস্যাটা কোথায়? এটা লজ্জাজনক, লজ্জাজনক!’
কাতার বিশ্বকাপের দুটি ম্যাচে রেফারি ছিলেন ক্লাউস। গ্রুপ পর্বে ইংল্যান্ড-ইরান ও কানাডা-মরক্কো ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। কোপা আমেরিকায় এর আগে মোট পাঁচটি ম্যাচে দায়িত্বে ছিলেন তিনি। এর মধ্যে চলতি কোপায় গ্রুপ পর্বে মেক্সিকো-ভেনেজুয়েলা ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন এই ব্রাজিলীয় রেফারি।
নিউজটি শেয়ার করুন