প্যারিস অলিম্পিক
নাটকীয় ড্রয়ে শুরু আর্জেন্টিনার, কষ্টে জিতল স্পেন
- আপডেট সময় : ১১:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
- / 62
দুদিন পর অলিম্পিকের পর্দা উঠলেও ফুটবল ইভেন্ট শুরু হয়েছে আজ থেকেই। নিজেদের প্রথম ম্যাচে মরক্কো অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে নাটকীয়ভাবে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল।
নাটকীয়তা—অলিম্পিকে আর্জেন্টিনা–মরক্কোর ম্যাচটাকে বোঝাতে এর চেয়ে উপযুক্ত শব্দ বোধহয় আর হয় না। সেঁত এতিয়েনে আজ ম্যাচের নির্ধারিত সময়ে মরক্কোর বিপক্ষে ২–১ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। দলটির সমর্থকেরাও হয়তো তখন হার দেখতে শুরু করেছিলেন। কিন্তু তখনই চমক হয়ে আসে যোগ করা সময়ের ১৫ মিনিট।
হ্যাঁ, বিস্ময়কর মনে হলেও এই ম্যাচে অতিরিক্ত সময় দেওয়া হয় ১৫ মিনিট। এই সময়ও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। গোলটি তারা পেয়েছে আরও বাড়তি সময়ে, ১৬তম মিনিটে গিয়ে! আর এই গোলই শেষ পর্যন্ত বাঁচিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে। অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ২–২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।
দিনের অন্য ম্যাচে উজবেকিস্তানকে ২–১ গোলে হারিয়েছে স্পেন।
অলিম্পিকে সাধারণত অনূর্ধ্ব–২৩ দল খেললেও কোচ চাইলে এর চেয়ে বেশি বয়সী তিনজনকে দলে রাখতে পারেন। আর্জেন্টিনা দলে তিন সিনিয়রের প্রত্যেককেই আজ সুযোগ দিয়েছেন কোচ হাভিয়ের মাচেরানো। কিন্তু নিকোলাস ওতামেন্দি, হুলিয়ান আলভারেজ ও হেরোনিমো রুয়ি মাঠে নেমেও জেতাতে পারেননি দলকে। প্রথম ম্যাচে কোনোরকমে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে।
নিউজটি শেয়ার করুন