গোল করে অভিষেক রাঙালেন এনদ্রিক, রিয়ালের বড় জয়
- আপডেট সময় : ১০:৩৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- / 41
লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে রিয়ালের হয়ে অভিষেক ম্যাচে গোল করে ইতিহাস গড়ে ফেললেন এনদ্রিক। তার রেকর্ডের দিনে রিয়াল ৩-০ ব্যবধানে জয় পেয়েছে।
গতকাল রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে ৮৬ মিনিটে কিলিয়ান এমবাপের বদলি হিসেবে নেমে ১০ মিনিটের মধ্যেই গোল করেন এনদ্রিক।
১৮ বছর ৩৫ দিন বয়সী এই ব্রাজিলিয়ানই এখন লা লিগা ইতিহাসে রিয়ালের সবচেয়ে কম বয়সী বিদেশি ফুটবলার। আর এই শতাব্দীতে অভিষেকে রিয়ালের সর্বকনিষ্ঠ গোলদাতাও তিনি।
রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্থে ঘুরে দাঁড়ায় দারুণভাবে। একর পর এক আক্রমনে দ্বিতীয়ার্ধে তিন গোল দেয় লস ব্লাঙ্কোসরা।
প্রথম ম্যাচে ড্রয়ের পর লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম জয় পেল কার্লো আনচেলত্তির দল।
৫০ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। ভালভার্দের নিচু ফ্রি-কিক প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে জড়ায়। লিড নেওয়ার পর বেশ কিছু সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে-ভিনিরা।
কিন্তু ঠিকঠাক কাজে লাগাতে পারেনি। ৮৮তম মিনিটে জয় একরকম নিশ্চিত করে ফেলেন ব্রাহিম দিয়াজ। নিজেদের বক্সের সামনে থেকে উঁচু করে বল বাড়ান ডিফেন্ডার এদের মিলিতাও। অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে কোনাকুনি চিপ শটে বল জালে পাঠান ৬৯তম মিনিটে গুলেরের বদলি নামা দিয়াজ।
৯৬ মিনিটে জালের দেখা পান অভিষিক্ত এনদ্রিক।
দিয়াজের পাস বক্সের বাইরে পান তিনি, প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে ভেতরে ঢুকে নিচু শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলের এই বিস্ময় বালক।
লা লিগা মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মায়োর্কার বিপক্ষে ১–১ গোলে ড্র করা রিয়াল আজকের জয়ে ভালোভাবেই ঘুরে দাঁড়াল।
নিউজটি শেয়ার করুন