ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

 

ইউএস ওপেনে এক ম্যাচ শেষ হতে সময় লাগলো ৫ ঘণ্টা ৩৫ মিনিট!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / 48
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

মঙ্গলবার ইউএস ওপেনের ইতিহাসে দীর্ঘতম ম্যাচের দেখা মিললো। ড্যানিয়েল ইভান্স এবং কারেন খাচানভের ম্যাচ শেষ হতে সময় লেগেছে ৫ ঘণ্টা ৩৫ মিনিট। শেষ পর্যন্ত ইভান্স জেতেন ৬-৭, ৭-৬, ৭-৬, ৪-৬, ৬-৪ গেমে।

ইভান্স-খাচানভ ভেঙে দিয়েছেন ৩২ বছর পুরনো রেকর্ড। ১৯৯২ সালে সেমিফাইনালে স্টেফান এডবার্গ বনাম মাইকেল চ্যাংয়ের ম্যাচটি গড়িয়েছিল ৫ ঘণ্টা ২৬ মিনিট। সেই ম্যাচে এডবার্গ জিতেছিলেন ৬-৭, ৭-৫, ৭-৬, ৫-৭, ৬-৪ গেমে। সেই রেকর্ড ভাঙলো মঙ্গলবার। প্রতিটি সেটই শেষ হতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে।

মঙ্গলবার রাতে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার, তিন নম্বর কার্লোস আলকারাজ এবং পাঁচ নম্বর ড্যানিল মেদভেদেভ। তিন খেলোয়াড়ের জয়ে একটাই মিল, প্রত্যেককেই একটি করে সেট হারতে হয়েছিলো। যদিও জিততে কোনও অসুবিধা হয়নি।

মঙ্গলবার প্রথমে মাঠে নামেন কার্লোস আলকারাজ। অস্ট্রেলিয়ার লি তু-কে হারালেন ৬-২, ৪-৬, ৬-৩, ৬-১ গেমে। এ বছর গ্র্যান্ড স্ল্যামে এ নিয়ে টানা ১৫টি ম্যাচ জিতলেন তিনি। ফরাসি ওপেন এবং উইম্বলডন জয় করেছেন আগেই। বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসাবে একই বছরে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন জিততে চলেছেন তিনি। রড লেভার (১৯৬৯) এবং রাফায়েল নাদাল (২০১০) এই কাজ করতে পেরেছেন।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেট জিততে খুব বেশি সময় নেননি আলকারাজ। দ্বিতীয় সেটে টানা তিনটি গেম হারানোর কারণে ৪-৫ পিছিয়ে পড়েন। পঞ্চম সেট পয়েন্ট জিতে তু সেট জিতে সমতা ফেরান। দ্বিতীয় সেটে ১৮টি আনফোর্সড এরর বিপদে ফেলেছিল আলকারাজ।

তবে তৃতীয় এবং চতুর্থ সেটে ভুল শুধরে জিতেছেন তিনি। জয়ের পর আলকারাজ বলছেন, ‘প্রথম সেটে মাত্র দুটো আনফোর্সড এরর করার পর দ্বিতীয় সেটে ১৮টা করেছি। আমার কাছে ওটাই বড়সড় পার্থক্য। প্রতিপক্ষ ভাল খেলতে শুরু করেছিল। ভাল সার্ভ করছিল। প্রথম সেটের ভুলগুলো করেনি। আমাকে পরের রাউন্ডগুলোয় অনেক উন্নতি করতে হবে।’

ডোপ বিতর্কে জড়িয়ে পড়া সিনারেরও প্রথম ম্যাচ জিততে অসুবিধা হয়নি। ম্যাচের মাঝে একটু ছন্দ হারিয়ে সেট হারালেও বাকি সময়ে সমস্যায় পড়তে হয়নি। আমেরিকার ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডকে ২-৬, ৬-২, ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন। দ্বিতীয় রাউন্ডে খেলবেন অ্যালেক্স মিকেলসেনের বিরুদ্ধে। জিতে তিনি বলেছেন, ‘সেরা ছন্দে শুরু করেছি। প্রতিযোগিতার প্রথম ম্যাচ কখনওই সহজ নয়। সেটা মেনে নিতেই হবে। শুরু থেকে ম্যাকেঞ্জি ভাল খেলেছে। আমি ছন্দ ধরে রাখার চেষ্টা করেছি।’

তিন বছর আগে ইউএস ওপেনে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন মেদভেদেভ। সেখানে মঙ্গলবার প্রথম রাউন্ডে হারিয়েছেন দুসান লাজোভিচকে। ফল মেদভেদেভের পক্ষে ৬-৩, ৩-৬, ৬-৩, ৬-১। রাশিয়ার খেলোয়াড় বলেছেন, ‘দ্বিতীয় সেটে দুসান দারুণ খেলেছে। এর থেকে ভাল খেলা যায় না। দ্বিতীয় সেটের পর বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেখানেই অনেকটা পিছিয়ে গিয়েছি।’

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

ইউএস ওপেনে এক ম্যাচ শেষ হতে সময় লাগলো ৫ ঘণ্টা ৩৫ মিনিট!

আপডেট সময় : ১০:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

 

মঙ্গলবার ইউএস ওপেনের ইতিহাসে দীর্ঘতম ম্যাচের দেখা মিললো। ড্যানিয়েল ইভান্স এবং কারেন খাচানভের ম্যাচ শেষ হতে সময় লেগেছে ৫ ঘণ্টা ৩৫ মিনিট। শেষ পর্যন্ত ইভান্স জেতেন ৬-৭, ৭-৬, ৭-৬, ৪-৬, ৬-৪ গেমে।

ইভান্স-খাচানভ ভেঙে দিয়েছেন ৩২ বছর পুরনো রেকর্ড। ১৯৯২ সালে সেমিফাইনালে স্টেফান এডবার্গ বনাম মাইকেল চ্যাংয়ের ম্যাচটি গড়িয়েছিল ৫ ঘণ্টা ২৬ মিনিট। সেই ম্যাচে এডবার্গ জিতেছিলেন ৬-৭, ৭-৫, ৭-৬, ৫-৭, ৬-৪ গেমে। সেই রেকর্ড ভাঙলো মঙ্গলবার। প্রতিটি সেটই শেষ হতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে।

মঙ্গলবার রাতে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার, তিন নম্বর কার্লোস আলকারাজ এবং পাঁচ নম্বর ড্যানিল মেদভেদেভ। তিন খেলোয়াড়ের জয়ে একটাই মিল, প্রত্যেককেই একটি করে সেট হারতে হয়েছিলো। যদিও জিততে কোনও অসুবিধা হয়নি।

মঙ্গলবার প্রথমে মাঠে নামেন কার্লোস আলকারাজ। অস্ট্রেলিয়ার লি তু-কে হারালেন ৬-২, ৪-৬, ৬-৩, ৬-১ গেমে। এ বছর গ্র্যান্ড স্ল্যামে এ নিয়ে টানা ১৫টি ম্যাচ জিতলেন তিনি। ফরাসি ওপেন এবং উইম্বলডন জয় করেছেন আগেই। বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসাবে একই বছরে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন জিততে চলেছেন তিনি। রড লেভার (১৯৬৯) এবং রাফায়েল নাদাল (২০১০) এই কাজ করতে পেরেছেন।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেট জিততে খুব বেশি সময় নেননি আলকারাজ। দ্বিতীয় সেটে টানা তিনটি গেম হারানোর কারণে ৪-৫ পিছিয়ে পড়েন। পঞ্চম সেট পয়েন্ট জিতে তু সেট জিতে সমতা ফেরান। দ্বিতীয় সেটে ১৮টি আনফোর্সড এরর বিপদে ফেলেছিল আলকারাজ।

তবে তৃতীয় এবং চতুর্থ সেটে ভুল শুধরে জিতেছেন তিনি। জয়ের পর আলকারাজ বলছেন, ‘প্রথম সেটে মাত্র দুটো আনফোর্সড এরর করার পর দ্বিতীয় সেটে ১৮টা করেছি। আমার কাছে ওটাই বড়সড় পার্থক্য। প্রতিপক্ষ ভাল খেলতে শুরু করেছিল। ভাল সার্ভ করছিল। প্রথম সেটের ভুলগুলো করেনি। আমাকে পরের রাউন্ডগুলোয় অনেক উন্নতি করতে হবে।’

ডোপ বিতর্কে জড়িয়ে পড়া সিনারেরও প্রথম ম্যাচ জিততে অসুবিধা হয়নি। ম্যাচের মাঝে একটু ছন্দ হারিয়ে সেট হারালেও বাকি সময়ে সমস্যায় পড়তে হয়নি। আমেরিকার ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডকে ২-৬, ৬-২, ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন। দ্বিতীয় রাউন্ডে খেলবেন অ্যালেক্স মিকেলসেনের বিরুদ্ধে। জিতে তিনি বলেছেন, ‘সেরা ছন্দে শুরু করেছি। প্রতিযোগিতার প্রথম ম্যাচ কখনওই সহজ নয়। সেটা মেনে নিতেই হবে। শুরু থেকে ম্যাকেঞ্জি ভাল খেলেছে। আমি ছন্দ ধরে রাখার চেষ্টা করেছি।’

তিন বছর আগে ইউএস ওপেনে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন মেদভেদেভ। সেখানে মঙ্গলবার প্রথম রাউন্ডে হারিয়েছেন দুসান লাজোভিচকে। ফল মেদভেদেভের পক্ষে ৬-৩, ৩-৬, ৬-৩, ৬-১। রাশিয়ার খেলোয়াড় বলেছেন, ‘দ্বিতীয় সেটে দুসান দারুণ খেলেছে। এর থেকে ভাল খেলা যায় না। দ্বিতীয় সেটের পর বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেখানেই অনেকটা পিছিয়ে গিয়েছি।’