মাইলফলকের সামনে আনচেলত্তি
- আপডেট সময় : ১২:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / 47
রিয়াল মাদ্রিদের হয়ে অনেক রেকর্ডই গড়েছেন কার্লো আনচেলত্তি। সেই ধারাবাহিকতায় আজ রাতে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে নতুন একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি। রাতে আলাভেসের বিপক্ষে ম্যাচটি রিয়ালের ডাগআউটে তার ৩০০তম হবে।
রিয়ালের দ্বিতীয় কোচ হিসেবে এই কীর্তি গড়তে যাচ্ছেন আনচেলত্তি।
তার আগেই এই কীর্তি গড়েছেন শুধু মিগুয়েল মুনোজ। কিংবদন্তি এই কোচ লস ব্ল্যাঙ্কোসদের ডাগআউটে ৬০৫ ম্যাচ দাঁড়িয়েছেন। রিয়ালের হয়ে দুই মেয়াদে আনচেলত্তি লা লিগায় ১৯৬ ম্যাচ, চ্যাম্পিয়নস লিগে ৬৪, কোপা দেল রেতে ২৪, স্প্যানিশ সুপার কাপে ৮ ম্যাচ দাঁড়িয়েছেন। বাকি ৭ টির মধ্যে ক্লাব বিশ্বকাপের ৪ ম্যাচের বিপরীতে ৩টি ইউরোপীয়ান সুপার কাপে।
মাইলফলকের ম্যাচ নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘বড় ক্লাবগুলো কোচিং করাতে পেরে আমি ভাগ্যবান। বিশ্বের সেরা ক্লাবে ৩০০ ম্যাচ ডাগআউটে দাঁড়াতে যাচ্ছি। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা সব সময় বিশেষ হয়ে থাকবে।
৩০০ ম্যাচ মিরাকল না হলেও অনেকটা কাছাকাছি।’
দুই মেয়াদে রিয়ালকে মোট ১৪ ট্রফি এনে দেওয়ার নেপথ্যের নায়ক আনচেলত্তি। যা মুনোজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। ৩ টি করে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপীয়ান সুপার কাপের সঙ্গে ২ টি করে লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন ইতালির ৬৫ বছর বয়সী কোচ।
নিউজটি শেয়ার করুন