ইউরোপা লিগের প্রথম ম্যাচে জয়হীন ম্যানইউ
- আপডেট সময় : ১০:৩১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
- / 44
ইউরোপা লিগে নতুন মৌসুমে ভালো শুরু করতে পারলো না ম্যানচেস্টার ইউনাইটেড। নেদারল্যান্ডসের ক্লাব এফসি টুয়েন্টির কাছে পয়েন্ট খুঁইয়েছে তারা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
গতকাল বুধবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ৩৫ মিনিটে ক্রিশ্টিয়ান এরিকসেনের গোলে লিড নেয় ম্যানইউ। ৬৮ মিনিটে স্বাগতিকদের লিডকে অকার্যকর করে দেন টুয়েন্টির স্যাম ল্যামার্স।
লিড হারানোর পর দারুণ একটি গোলের সুযোগ তৈরি করেন ম্যানইউর তারকা জসুয়া জির্কজি। কিন্তু টুয়েন্টির গোলরক্ষক লার্স আনারস্টল দুর্দান্ত সেভ দেন।
শেষ সময়ে বাঁকানো শটে লক্ষ্যভেদ করার চেষ্টা করেন ব্রুনো ফার্নান্দেজ। কিন্তু অতিথি দলের রক্ষণ ভাঙতে পারেননি ম্যানইউর পর্তুগিজ তারকা। শেষ পর্যন্ত ১-১ সমতায় পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
এর আগে প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ম্যানইউ। এবার টুয়েন্টির মতো ক্লাবের কাছে পয়েন্ট খুঁইয়ে অনেকটাই চাপে পড়েছেন কোচ এরিক টেন হাগ।
নিউজটি শেয়ার করুন