গানারদের কাছে পাত্তা পেল না পিএসজি
- আপডেট সময় : ১০:৫০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / 41
শৃঙ্খলা ভঙ্গের দায়ে উসমান ডেম্বেলেকে দলে রাখেননি পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে। তাই বলে কোলো মুয়ানি, ফ্যাবিয়ান রুইজকেও বেঞ্চে রাখবেন! আর্সেনালের মাঠে পিএসজি কোচের এই কৌশল কাজে দেয়নি। প্যারিসের দলটিও হেরেছে ২-০ গোলে।
মঙ্গলবার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে গোল করতে না পারলেও ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি গানাররা। বলের দখলে অবশ্য স্পেন ও বার্সা ডিএনএ’র কোচ লুইস এনরিকের সঙ্গে পারেননি অন্য স্প্যানিশ কোচ মিকেল আর্তেতা।
ম্যাচের ২০ মিনিটে আর্সেনাল ম্যাচে প্রথম লিড নেয়। জার্মান স্ট্রাইকার কাই হাভার্টেজ গোল করেন। তাকে সহায়তা দেন লিয়ান্দ্রো ট্রোজার্ড। ৩৫ মিনিটে বুকোয়াকা সাকার দুর্দান্ত গোলে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় ইংলিশ ক্লাব আর্সেনাল।
দ্বিতীয়ার্ধে মুয়ানি ও রুইজকে নামিয়ে আক্রমণ শানিত করার চেষ্টা করে পিএসজি। কিন্তু পায়ে বলের দখল ছাড়া তেমন সুবিধা করতে পারেনি প্যারিসিয়ানরা। ম্যাচের ৬৫ ভাগ বল পায়ে রেখেও তাই পিএসজি গোলে মাত্র ২টি শট রাখতে পারে। যেখানে পিএসজি গোল হওয়ার মতো শট নিয়েছে ৫টি। এই জয়ে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ টেবিলে সেরা আটে জায়গা করে নিয়েছে। পিএসজি নেমে গেছে ১৮তে।
নিউজটি শেয়ার করুন