৪ বছর পর দলে ফিরে বোলিং করা হলো না আমিরের
২০ ওভারের ম্যাচ যখন ২ বলেই শেষ
- আপডেট সময় : ১২:১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
- / 85
দীর্ঘ অপেক্ষার পর ওভার কমিয়ে শুরু হলো খেলা। ম্যাচের দ্বিতীয় বলে অসাধারণ এক ডেলিভারিতে উইকেট প্রাপ্তির আনন্দে মাতলেন শাহিন শাহ আফ্রিদি। ক্রিজে এলেন নতুন ব্যাটসম্যান। কিন্তু খেলা হতে পারল না আর একটি বলও! সব রোমাঞ্চে জল ঢেলে দিল বৃষ্টি।
২ বল। রাওয়ালপিন্ডিতে দীর্ঘ অপেক্ষার পর পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দৈর্ঘ্য ছিল এতটুকুই। ম্যাচকে ঘিরে আবহাওয়ার পূর্বাভাস সুবিধার ছিল না, শেষ হাসিটা শেষ পর্যন্ত বৃষ্টিরই। তবে বৃষ্টিতে চূড়ান্তভাবে খেলা শেষ হয়ে যাওয়ার আগেই রেকর্ড বইয়ের ওপরের দিকে জায়গা করে নিয়েছে ম্যাচটা।
প্রায় সাড়ে ৪ বছর পর অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে বলই হাতে নিতে পারলেন না পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি যে মাত্র ২ বলেই শেষ!
টস জিতে নিউজিল্যান্ড ব্যাটিং বেছে নেয়। ম্যাচ শুরুর আগেই নামে বৃষ্টি। সেই বৃষ্টি থামার পর আম্পায়াররা ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেন। ২০ ওভারের ম্যাচ নামিয়ে আনা হয় ৫ ওভারে।
ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট নেন পাকিস্তানি গতিতারকা শাহিন শাহ আফ্রিদি। শূন্য রানে বোল্ড করেন টিম রবিনসনকে। ২ রানে ১ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর বৃষ্টিতে বন্ধ খেলা।
শেষ পর্যন্ত পাকিস্তানের এই দারুণ শুরুর ম্যাচটি পুরোপুরিই চলে গেছে বৃষ্টির পেটে। ২ বলেই পরিত্যক্ত হয়েছে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
বিশ্বকাপকে সামনে রেখে এই ম্যাচে পাকিস্তান তিনজনের অভিষেক করায়। তারা হলেন-উসমান খান, ইরফান খান ও আবরার আহমেদ।
নিউজিল্যান্ডও একজনকে অভিষেক করায়। তবে অভিষেক ম্যাচে ওপেন করতে নেমে শূন্য রানের কলঙ্ক গায়ে লেগেছে টিম রবিনসনের।
আফ্রিদির টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারানো এবং বাবর আজম সাদা বলের নেতৃত্বে ফেরার পর পাকিস্তানের প্রথম ম্যাচ ছিল এটি।
আগামী শনিবার একই মাঠে হবে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি।
নিউজটি শেয়ার করুন