বার্সেলোনাকে জরিমানা করল উয়েফা
- আপডেট সময় : ০৯:৩৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
ঘরের মাঠে পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে বার্সেলোনা। বিদায়ের পর আরও এক দুঃসংবাদ পেল জাভির দল। পিএসজির মাঠে সমর্থকরা বর্ণবাদী আচরণ করায় স্প্যানিশ ক্লাবটিকে জরিমানা করেছে উয়েফা।
গত সপ্তাহে পিএসজির পার্ক দে প্রিন্সেস থেকে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। তবে ঘরের মাঠে ফিরতি লেগে ৪-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা।
পিএসজির মাঠে জয় পেলেও সেখানে সমর্থকদের বর্ণবাদী আচরণ ও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বার্সাকে জরিমানা করেছে উয়েফা। সে দিনের ঘটনায় পৃথক ৩টি অভিযোগে ৩২ হাজার ইউরো জরিমানা হয়েছে বার্সেলোনার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩৭ লাখ টাকা।
এখানেই শেষ নয়, জরিমানার পাশাপাশি আরেকটি শাস্তিও দেয়া হয়েছে বার্সেলোনাকে। উয়েফার প্রতিযোগিতায় নিজেদের পরের ম্যাচের অ্যাওয়ে টিকেট নিজেদের সমর্থকদের কাছে বিক্রি করতে পারবে না ক্লাবটি। যদিও এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।
বার্সেলোনাকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ওঠে পিএসজি। তাদের সঙ্গে সেমির টিকিট কেটেছে বরুসিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ।