ঢাকা ১১:২২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

 

রেকর্ড গড়া ম্যাচে দিল্লিকে হারিয়ে দুইয়ে হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • / 63
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

চলতি আইপিএলে অবিশ্বাস্য ব্যাটিং করে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার তো বিশ্ব রেকর্ড গড়ে ফেললো তারা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ১২৫ রান করেছে তারা, যা টি-টোয়েন্টিতে এই প্রথম।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করেছিল ২৭৭ রান, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ রানের পর শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে করে ২৬৬ রান।

পাল্টা জবাবে শুরুটা ভালো করলেও দিল্লি শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। ১৯৯ রানে তাদের অলআউট করে ৬৭ রানে জিতেছে হায়দরাবাদ। দুর্দান্ত আরেকটি জয়ে যোগ্য দল হিসেবে আইপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেলো তারা।

আগে ব্যাটিংয়ে নেমে ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা পাওয়ার প্লেতে ১২৫ রান তুলে বিশ্ব রেকর্ড গড়েন। ১২ বলে ২ চার ও ৬ ছয়ে ৪৬ রান করেন অভিষেক। হেড ৩২ বলে ইনিংস সেরা ৮৯ রানে থামেন। তার ইনিংসে ১১ চার ও ৬ ছয় ছিল।

১০ ওভার শেষে প্রজেক্টেড স্কোর ছিল তিনশর বেশি। কিন্তু কুলদীপ যাদবের ঘূর্ণিতে রানের গতি কমতে থাকে। শেষ দিকে ২৯ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন শাহবাজ আহমেদ। ২৭ বলে ৩৭ রান করেন নিতিশ রেড্ডি।

৭ উইকেট হারিয়ে হায়দরাবাদ করে ২৬৬ রান। কুলদীপ সর্বোচ্চ চার উইকেট নেন ৫৫ রান দিয়ে।

লক্ষ্যে নেমে প্রথম দুই ওভারে পৃথ্বী শ (১৬) ও ডেভিড ওয়ার্নার (১) আউট হলেও জেক ফেসার-ম্যাকগার্ক ও অভিষেক পোরেলের ব্যাটে পাওয়ার প্লেতে ৮৮ রান তোলে দিল্লি।

সপ্তম ওভার শেষে ৮৪ রানের এই জুটি ভেঙে যায়। ১৮ বলে ৫ চার ও ৭ ছয়ে ৬৫ রানের দানবীয় ইনিংস খেলেন ম্যাকগার্ক।

২২ বলে ৪২ রান আসে অভিষেকের ব্যাটে। রিশাভ পান্ত ৩৫ বলে ৪৪ রান করে আউট হন শেষ ব্যাটার হিসেবে। তার আগে টি নটরাজনের বোলিংয়ে ধসে পড়ে দিল্লির ব্যাটিং লাইন। হায়দরাবাদ বোলার ১৯তম ওভারে মেডেন দিয়ে তিন উইকেট তুলে নেন। ১৯.১ ওভারে অলআউট হয় দিল্লি।

নটরাজন ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে চার উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন হেড।

৭ ম্যাচে ১০ পয়েন্ট হায়দরাবাদের। শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের (১০) চেয়ে ২ পয়েন্ট পেছনে তারা।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

রেকর্ড গড়া ম্যাচে দিল্লিকে হারিয়ে দুইয়ে হায়দরাবাদ

আপডেট সময় : ০৯:২৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪

 

চলতি আইপিএলে অবিশ্বাস্য ব্যাটিং করে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার তো বিশ্ব রেকর্ড গড়ে ফেললো তারা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ১২৫ রান করেছে তারা, যা টি-টোয়েন্টিতে এই প্রথম।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করেছিল ২৭৭ রান, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ রানের পর শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে করে ২৬৬ রান।

পাল্টা জবাবে শুরুটা ভালো করলেও দিল্লি শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। ১৯৯ রানে তাদের অলআউট করে ৬৭ রানে জিতেছে হায়দরাবাদ। দুর্দান্ত আরেকটি জয়ে যোগ্য দল হিসেবে আইপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেলো তারা।

আগে ব্যাটিংয়ে নেমে ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা পাওয়ার প্লেতে ১২৫ রান তুলে বিশ্ব রেকর্ড গড়েন। ১২ বলে ২ চার ও ৬ ছয়ে ৪৬ রান করেন অভিষেক। হেড ৩২ বলে ইনিংস সেরা ৮৯ রানে থামেন। তার ইনিংসে ১১ চার ও ৬ ছয় ছিল।

১০ ওভার শেষে প্রজেক্টেড স্কোর ছিল তিনশর বেশি। কিন্তু কুলদীপ যাদবের ঘূর্ণিতে রানের গতি কমতে থাকে। শেষ দিকে ২৯ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন শাহবাজ আহমেদ। ২৭ বলে ৩৭ রান করেন নিতিশ রেড্ডি।

৭ উইকেট হারিয়ে হায়দরাবাদ করে ২৬৬ রান। কুলদীপ সর্বোচ্চ চার উইকেট নেন ৫৫ রান দিয়ে।

লক্ষ্যে নেমে প্রথম দুই ওভারে পৃথ্বী শ (১৬) ও ডেভিড ওয়ার্নার (১) আউট হলেও জেক ফেসার-ম্যাকগার্ক ও অভিষেক পোরেলের ব্যাটে পাওয়ার প্লেতে ৮৮ রান তোলে দিল্লি।

সপ্তম ওভার শেষে ৮৪ রানের এই জুটি ভেঙে যায়। ১৮ বলে ৫ চার ও ৭ ছয়ে ৬৫ রানের দানবীয় ইনিংস খেলেন ম্যাকগার্ক।

২২ বলে ৪২ রান আসে অভিষেকের ব্যাটে। রিশাভ পান্ত ৩৫ বলে ৪৪ রান করে আউট হন শেষ ব্যাটার হিসেবে। তার আগে টি নটরাজনের বোলিংয়ে ধসে পড়ে দিল্লির ব্যাটিং লাইন। হায়দরাবাদ বোলার ১৯তম ওভারে মেডেন দিয়ে তিন উইকেট তুলে নেন। ১৯.১ ওভারে অলআউট হয় দিল্লি।

নটরাজন ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে চার উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন হেড।

৭ ম্যাচে ১০ পয়েন্ট হায়দরাবাদের। শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের (১০) চেয়ে ২ পয়েন্ট পেছনে তারা।