বেনজীরের সম্পদ বৈধ করার সুযোগ নেই
- আপডেট সময় : ০৯:০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / 99
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনা প্রশ্নে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। তবে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইনি প্রক্রিয়ার মধ্যে থাকায় তিনি এ সুযোগ নিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। গতকাল শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থমন্ত্রীর বাজেট পেশ-পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন।
কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া নিয়ে নানা সমালোচনা চলছে। ১৫ শতাংশ কর দিয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ তাঁর সম্পদ সাদা করার সুযোগ পাবেন কিনা– এমন প্রশ্নে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এটাতো আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। এ ধরনের আয় কীভাবে বৈধ হবে?’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান বলেন, ‘সাবেক আইজিপির বিষয়ে দুদক তথ্য অনুসন্ধান করছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাঁর নাগরিক অধিকার অক্ষুণ্ন রেখেই বিচার ব্যবস্থার মাধ্যমে প্রক্রিয়াটি শেষ করা হবে।’
কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাবের কারণ ব্যাখ্যায় এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অনেকে আছেন যারা আয় করেছেন, কিন্তু কোনো কারণে আয়কর রিটার্নে দেখানো হয়নি। অডিট-সংক্রান্ত ঝামেলায় পড়েছেন এমন বৈধ আয়ের অনেক ব্যবসায়ী সমস্যায় রয়েছেন। অডিটের কারণে কিছু সম্পদ দেখাতে পারছেন না। এসব কারণে এই প্রস্তাব করা হয়েছে। বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হবে। সেখানে যে সিদ্ধান্ত হবে, তাই কার্যকর হবে।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন কারণে বৈধ উপায়ে উপার্জিত সম্পদও অপ্রদর্শিত থাকতে পারে। অপ্রিয় হলেও সত্য, জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কিছু টাকা স্বাভাবিকভাবে কালো হয়ে যায়। এসব কারণেই এ সুযোগ দেওয়া হয়। অনেক দেশেই এ পদ্ধতি রয়েছে।’ আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আগে সুযোগ দেওয়ার ফলে কী পরিমাণ অর্থ সাদা হয়েছে, তা প্রকাশ করা হয়েছে। তবে দেশে কী পরিমাণ কালো টাকা আছে, তা নির্ধারণের দায়িত্ব এনবিআরের নয়।’