‘প্রতিশোধ’ নিয়ে আর্জেন্টিনাকে হারাল কলম্বিয়া
- আপডেট সময় : ১১:৫৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- / 69
কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়েই শিরোপা উৎসব করেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এসে সেই হারের বদলা নিল হামেস রদ্রিগেসরা। নিজেদের মাঠে গতরাতে বিশ্বচ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া।
এতে ১২ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেল আলবিসেলেস্তারা।
সবশেষ গত বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছায়ে উরুগুয়ের কাছে হেরেছিল লিওনেল স্কালোনির দল।
লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনার আক্রমণভাগ এদিন ছন্দ খুঁজে পায়নি। ম্যাচে ৯টি শট নিয়ে অন টার্গেটে রাখতে পেরেছে মাত্র একটি। সেদিক থেকে আক্রমণে আধিপত্যই দেখিয়েছে কলম্বিয়া।
২৫ মিনিটে স্বাগতিকদের উল্লাসে ভাসান ইয়ের্সন মসকেরা। রদ্রিগেসের উঁচু করে নেওয়া ক্রসে লাফিয়ে হেডে জাল খুঁজে নেন মসকেরা। মধ্য বিরতি থেকে ফিরেই অবশ্য সমতা টানে আর্জেন্টিনা। বল পেয়ে বক্সে ঢুকে দারুণ ফিনিশিং করেন নিকোলাস গনজালেস।
তবে আর্জেন্টিনার স্বস্তি উবে যায় একটু পরেই। ৬০ মিনিটে পেনাল্টি পায় কলম্বিয়া। রদ্রিগেসের সফল স্পট কিকে এগিয়ে যাওয়ার সঙ্গে জয়ও নিশ্চিত হয়ে যায় কলম্বিয়ার।
বাছাইয়ে আট ম্যাচে ছয় জয় ও দুই হারে ১৮ পয়েন্টে শীর্ষে আর্জেন্টিনা। আর চার জয় ও চার ড্রয়ে ১৬ পয়েন্টে দুইয়ে কলম্বিয়া।