রবিবার বিএনপির সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০১:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / 72
রবিবার (৯ জুন) সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এদিন বিকাল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়াপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেখানে বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
বিএনপির দায়িত্বশীলসূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব দেশের অর্থনীতি, ক্ষমতাসীন আওয়ামী লীগের শাসনামলের দুর্নীতি নিয়ে বক্তব্য রাখতে পারেন।
স্থায়ী কমিটির একজন সদস্য জানান, সর্বশেষ অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরবে সংবাদ সম্মেলন করছেন মির্জা ফখরুল। ওই বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়। সম্মেলনে এ বিষয়ে কর্মসূচির ঘোষণা দিতে পারেন তিনি।
গত ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাবেন মির্জা ফখরুল। এতে বাজেটের অর্থনৈতিক ও রাজনৈতিক দিক তুলে ধরার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, বাজেট ঘোষণার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল প্রস্তাবিত বাজেট প্রকৃতপক্ষে ‘বাংলাদেশবিরোধী বাজেট’ বলে মন্তব্য করেছেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীও প্রতিক্রিয়া জানিয়েছেন।
নিউজটি শেয়ার করুন