ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের পর সিনেমা ছেড়ে দেবেন পূজা চেরি!

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • / 172
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূজা চেরি সদ্যই মাকে হারিয়েছেন। এবারের ইদে মুক্তি পেতে চলেছে পূজার নয়া সিনেমা ‘লিপস্টিক’। এই সিনেমায় আদর আজাদের সঙ্গে অভিনয় করেছেন পূজা। এরই মাঝে সিনেমার জগত ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিলেন বাংলাদেশের সিনেমার নায়িকা পূজা চেরি। কী বললেন নায়িকা?

কদিন আগে মাকে হারালেও সিনেমার স্বার্থে প্রচারে নেমেছেন এই নায়িকা। প্রচারে গিয়ে পূজা বলেন, এবার ঈদে সিনেমা মুক্তি পাচ্ছে, এটা যেমন আনন্দের। তেমনই কষ্টের। কারণ এই ঈদে আমার মা নেই। তার পরও অভিনয় এবং সিনেমার প্রমোশনে আমাকে যেতে হবে। এটা আমার পেশা-যে পেশায় সফলতা এলে আম্মু সবচেয়ে বেশি খুশি হবে। তাই তার স্বপ্ন পূরণে আমি কাজটি মন দিয়ে করতে চাই।

মায়ের মৃত্যুর পর পূজার কাছে এখন তার পরিবারই সব। পরিবার চাইলে বিয়ের পর সিনেমাজগত ছেড়ে দিতেও রাজি তিনি। পূজা বলেন, আমার মায়ের ইচ্ছে ছিল নায়িকা হওয়ার। তিনি হতে পারেননি, আমাকে বানিয়েছেন। তবে এখন মা নেই। আমার পরিবারই সব।

তারা চাইলে বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব আমি। তাদের চাওয়ার ওপরই আমার সব। এ ছাড়া এই ঈদে আমার কোনো আনন্দ নেই, শপিং নেই। সিনেমার প্রচারে বের হবো। এরপর আবার বাসায় চলে যাব।

রোমান্টিক থ্রিলার গল্পে নির্মিতি সিনেমা লিপস্টিক। গল্পে দেখা যাবে ঢাকার অদূরে অবস্থিত এক গ্রামের কিশোরী বুচি। চোখে-মুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এরপরই শুরু হয় অন্য এক জীবন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিয়ের পর সিনেমা ছেড়ে দেবেন পূজা চেরি!

আপডেট সময় : ১২:২২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

পূজা চেরি সদ্যই মাকে হারিয়েছেন। এবারের ইদে মুক্তি পেতে চলেছে পূজার নয়া সিনেমা ‘লিপস্টিক’। এই সিনেমায় আদর আজাদের সঙ্গে অভিনয় করেছেন পূজা। এরই মাঝে সিনেমার জগত ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিলেন বাংলাদেশের সিনেমার নায়িকা পূজা চেরি। কী বললেন নায়িকা?

কদিন আগে মাকে হারালেও সিনেমার স্বার্থে প্রচারে নেমেছেন এই নায়িকা। প্রচারে গিয়ে পূজা বলেন, এবার ঈদে সিনেমা মুক্তি পাচ্ছে, এটা যেমন আনন্দের। তেমনই কষ্টের। কারণ এই ঈদে আমার মা নেই। তার পরও অভিনয় এবং সিনেমার প্রমোশনে আমাকে যেতে হবে। এটা আমার পেশা-যে পেশায় সফলতা এলে আম্মু সবচেয়ে বেশি খুশি হবে। তাই তার স্বপ্ন পূরণে আমি কাজটি মন দিয়ে করতে চাই।

মায়ের মৃত্যুর পর পূজার কাছে এখন তার পরিবারই সব। পরিবার চাইলে বিয়ের পর সিনেমাজগত ছেড়ে দিতেও রাজি তিনি। পূজা বলেন, আমার মায়ের ইচ্ছে ছিল নায়িকা হওয়ার। তিনি হতে পারেননি, আমাকে বানিয়েছেন। তবে এখন মা নেই। আমার পরিবারই সব।

তারা চাইলে বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব আমি। তাদের চাওয়ার ওপরই আমার সব। এ ছাড়া এই ঈদে আমার কোনো আনন্দ নেই, শপিং নেই। সিনেমার প্রচারে বের হবো। এরপর আবার বাসায় চলে যাব।

রোমান্টিক থ্রিলার গল্পে নির্মিতি সিনেমা লিপস্টিক। গল্পে দেখা যাবে ঢাকার অদূরে অবস্থিত এক গ্রামের কিশোরী বুচি। চোখে-মুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এরপরই শুরু হয় অন্য এক জীবন।