কোপায় যে ইতিহাস গড়লেন চিলি গোলরক্ষক ব্রাভো
- আপডেট সময় : ১০:৩৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / 83
প্রায় আট মাস পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন ক্লাউদিও ব্রাভো। তাতে কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে তিনি মাঠে নামার ইতিহাস গড়েছেন। পেরুর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে চিলির গোলরক্ষক ৪১ বছর ৬৯ দিনে পা রাখেন।
কোপার ১০৮ বছরের ইতিহাসে তিনিই এখন সবচেয়ে বয়স্ক ফুটবলার। ব্রাভো ছাড়িয়ে গেছেন বলিভিয়ার গোলকিপার কার্লোস ট্রুসোকে। ১৯৯৭ সালের কোপায় ব্রাজিলের বিপক্ষে বলিভিয়ান এই কিপার মাঠে নেমেছিলে ৩৯ বছর ১০ মাস ১৮ দিন বয়সে। ২৭ বছর পর ব্রাভো ভাঙলেন তার রেকর্ড।
টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হওয়া ম্যাচে ৬৫ শতাংশ বলের দখল রাখে চিলি। ১১টি নেয়া শটের কেবল একটি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ৭ শটের চারটি লক্ষ্যে রাখতে পারে পেরু। পেরুর বিপক্ষে ম্যাচে ৪টি শট প্রতিহত করেছেন সাবেক বার্সেলোনা ও ম্যানচেষ্টার সিটির গোলরক্ষক ব্রাভো। দিন শেষে দুদলই এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়ে।
চিলির হয়ে দুবার কোপা আমেরিকা জয়ের সঙ্গে ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ব্রাভো। এছাড়াও বার্সার হয়ে একবার ক্লাব বিশ্বকাপ, সিটির হয়ে দুবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে এই তারকা।
ব্রাভোর ইতিহাস গড়ার ম্যাচে ইতিহাস গড়েছেন পেরুর পাওলো গুয়েরেরো। বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ৪০ বর্ষী পেরু ফরোয়ার্ড। তিনি কোপার ইতিহাসের দ্বিতীয় বয়স্ক ফুটবলার।