ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অর্থায়ন বন্ধের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের Logo ২০২৮ অলিম্পিকে ক্রিকেট ভেন্যু চূড়ান্ত Logo জুলাইয়ের মধ্যে নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করবে ইসি Logo ইতিহাস গড়ল কেটি পেরি ও পাঁচ নারী, সফল ‘অল-ফিমেল’ মহাকাশযাত্রা Logo গরমে স্বস্তি দেবে যেসব খাবার Logo ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনে হাভার্ডের ২২০ কোটি ডলারের তহবিল স্থগিত করল ট্রাম্প প্রশাসন Logo সরকারি বরাদ্দে ১৯-২০ কোটি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের সময়রেখা ঘোষণা Logo আশা, সহনশীলতা আর পুনর্জাগরণের বার্তায় বর্ষবরণ, গাজায় নিহতদের স্মরণ Logo গসিপ বা পরচর্চা কি স্বাস্থ্যের জন্য উপকারী?

ঘরের মাঠে ম্যানইউর কাছে লিভারপুলের হোঁচট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / 59
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হ্যারি ম্যাগুইরে ক্রসবারের ওপর দিয়ে বল মারলেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সহজ সুযোগ নষ্ট করে মাথা হেট হয়ে গেলো ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডারের। কয়েক সেকেন্ড যেতেই বাজলো ম্যাচ শেষের বাঁশি। হতাশ হলো লিভারপুলও। শেষ দিকের গোলে জয় হাতছাড়া হলো তাদের।

রোমাঞ্চ আর উত্তেজনায় ঠাসা ইংলিশ প্রিমিয়ার লিগের ‘বিগ ম্যাচ’ শেষ হলো ২-২ গোলের ড্রয়ে।

অ্যানফিল্ডে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ তুলেছিল দুই দল। গোল পাল্টা গোলে যোগ্য দল হিসেবে পয়েন্ট উদ্ধার করে নিয়ে মাঠ ছাড়লো ম্যানচেস্টার ক্লাব। বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া ইউনাইটেডের জন্য শীর্ষ দলকে রুখে দেওয়া নিশ্চিতভাবে বড় সাফল্য।

প্রথমার্ধে দুই দলই একটি করে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। প্রথমে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নিচু শট বাঁ পা দিয়ে রুখে দেন ম্যানইউ কিপার আন্দ্রে ওনানা।

তারপর রাসমুস হয়লুন্দের নেওয়া শট নিচু হয়ে বুক দিয়ে ঠেকান লিভারপুল গোলকিপার আলিসন। গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য ক্ষুধার্ত ছিল। সফল হয় ম্যানইউ। ৫২ মিনিটে বক্সের ভেতরে বাঁ দিক থেকে আড়াআড়ি উঁচু শটে জাল কাঁপান লিসান্দ্রো মার্তিনেজ। বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি ম্যানচেস্টার ক্লাব। সাত মিনিট পর প্রায় একই অবস্থান থেকে সমতা ফেরান কডি গাকপো।

কিছুক্ষণ পর স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। মাথিয়াস ডি লিটের হ্যান্ডবল হলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৭০তম মিনিটে মোহাম্মদ সালাহ বাঁ পায়ের শটে ওনানাকে পরাস্ত করেন।

লিভারপুলের ৮ পয়েন্টে এগিয় যাওয়ার স্বপ্নে ধাক্কা লাগে ৮০তম মিনিটে। আলেহান্দ্রো গারনাচোর বাঁ প্রান্ত থেকে বাড়ানো নিখুঁত পাস জালে ঠেলে দেন আমাদ দিয়ালো।

সমতা ফেরার পর দুই দলই দারুণ সুযোগ পেলেও গোলের দেখা পায়নি। ৯০ মিনিটে বক্সের সেন্টার থেকে নেওয়া ডিওগো জোতার শট ফিরিয়ে দেন ম্যানইউ কিপার ওনানা।

বল দখলে রেখে লিভারপুল আরেকটি সুযোগ পেয়েছিল, এবার কনর ব্রাডলিকে রুখে দেন তিনি।

৯৭তম মিনিটে তো ম্যাগুইরে ক্রসবারের উপর দিয়ে বল মেরে আফসোসে পুড়লেন।

১৯ ম্যাচে চতুর্থ ড্রয়ে লিভারপুল ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো। এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে আর্সেনাল (৪০)। ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩তম ম্যানইউ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঘরের মাঠে ম্যানইউর কাছে লিভারপুলের হোঁচট

আপডেট সময় : ০৮:৩০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

হ্যারি ম্যাগুইরে ক্রসবারের ওপর দিয়ে বল মারলেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সহজ সুযোগ নষ্ট করে মাথা হেট হয়ে গেলো ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডারের। কয়েক সেকেন্ড যেতেই বাজলো ম্যাচ শেষের বাঁশি। হতাশ হলো লিভারপুলও। শেষ দিকের গোলে জয় হাতছাড়া হলো তাদের।

রোমাঞ্চ আর উত্তেজনায় ঠাসা ইংলিশ প্রিমিয়ার লিগের ‘বিগ ম্যাচ’ শেষ হলো ২-২ গোলের ড্রয়ে।

অ্যানফিল্ডে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ তুলেছিল দুই দল। গোল পাল্টা গোলে যোগ্য দল হিসেবে পয়েন্ট উদ্ধার করে নিয়ে মাঠ ছাড়লো ম্যানচেস্টার ক্লাব। বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া ইউনাইটেডের জন্য শীর্ষ দলকে রুখে দেওয়া নিশ্চিতভাবে বড় সাফল্য।

প্রথমার্ধে দুই দলই একটি করে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। প্রথমে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নিচু শট বাঁ পা দিয়ে রুখে দেন ম্যানইউ কিপার আন্দ্রে ওনানা।

তারপর রাসমুস হয়লুন্দের নেওয়া শট নিচু হয়ে বুক দিয়ে ঠেকান লিভারপুল গোলকিপার আলিসন। গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য ক্ষুধার্ত ছিল। সফল হয় ম্যানইউ। ৫২ মিনিটে বক্সের ভেতরে বাঁ দিক থেকে আড়াআড়ি উঁচু শটে জাল কাঁপান লিসান্দ্রো মার্তিনেজ। বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি ম্যানচেস্টার ক্লাব। সাত মিনিট পর প্রায় একই অবস্থান থেকে সমতা ফেরান কডি গাকপো।

কিছুক্ষণ পর স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। মাথিয়াস ডি লিটের হ্যান্ডবল হলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৭০তম মিনিটে মোহাম্মদ সালাহ বাঁ পায়ের শটে ওনানাকে পরাস্ত করেন।

লিভারপুলের ৮ পয়েন্টে এগিয় যাওয়ার স্বপ্নে ধাক্কা লাগে ৮০তম মিনিটে। আলেহান্দ্রো গারনাচোর বাঁ প্রান্ত থেকে বাড়ানো নিখুঁত পাস জালে ঠেলে দেন আমাদ দিয়ালো।

সমতা ফেরার পর দুই দলই দারুণ সুযোগ পেলেও গোলের দেখা পায়নি। ৯০ মিনিটে বক্সের সেন্টার থেকে নেওয়া ডিওগো জোতার শট ফিরিয়ে দেন ম্যানইউ কিপার ওনানা।

বল দখলে রেখে লিভারপুল আরেকটি সুযোগ পেয়েছিল, এবার কনর ব্রাডলিকে রুখে দেন তিনি।

৯৭তম মিনিটে তো ম্যাগুইরে ক্রসবারের উপর দিয়ে বল মেরে আফসোসে পুড়লেন।

১৯ ম্যাচে চতুর্থ ড্রয়ে লিভারপুল ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো। এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে আর্সেনাল (৪০)। ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩তম ম্যানইউ।