মেসি গোল পেলেও জয় পায়নি মায়ামি
- আপডেট সময় : ০১:০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / 68
লিওনেল মেসি কবে মাঠে ফিরবেন সেই প্রশ্ন বেশ কয়েকদিন ধরেই ঘুরপাক খেয়েছিল ভক্তদের মনে। অবশেষে চোট কাটিয়ে রোববার ইন্টার মিয়ামির হয়ে তিনি মাঠে ফিরলেন, করলেন দৃষ্টিনন্দন এক গোলও। তবে জয় পাওয়া হলো না ফ্লোরিডার ক্লাবটির। মেজর লিগ সকারে (এমএলএস) মিয়ামি ও কলোরাডোর মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
গতকাল শনিবার রাতে নিজেদের ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ৪৫ মিনিটে পিছিয়ে পড়ে মিয়ামি। পেনাল্টিতে গোল হজম করে স্বাগতিক দল। কলোরাডোর হয়ে গোলটি করেন রাফায়েল নাভেরো।
এরপর ৫৭ মিনিটে গোল করে মিয়ামিতে সমতায় (১-১ গোলে) ফেরান দলের প্রধান তারকা মেসি। এর মাত্র ৩ মিনিট পর গোল মিয়ামির হয়ে আরও একটি গোল করেন লিওনার্দো অ্যাফোনসো। এতে মিয়ামি এগিয়ে যায় ২-১ গোলে।
মিয়ামি এগিয়ে থাকার পর অবশ্য তেমন আক্রমণে আসতে পারেনি কলোরাডো। তখন মনে হয়েছিল, মেসির ফেরার দিনে দারুণ একটি জয় পেতে যাচ্ছে মিয়ামি। কিন্তু না। ৮৮ মিনিটে গোল করে ৮ বারের ব্যালন ডি’অর জয়ীয় তারকার ফেরার আনন্দকে ম্লান করে দেন কোল বাসেত। আচমকা গোল করে বসেন তিনি।
বাসেতের শেষ মুহূর্তের গোলে ২-২ সমতায় ফেরে কলোরাডো। অবশেষে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় মেসির মিয়ামিকে।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে মন্টেরির মুখোমুখি হবে মায়ামি।
নিউজটি শেয়ার করুন