ধোলাইরপাড় গোল চত্বরকে ‘স্বাধীনতা চত্বর’ ঘোষণার দাবি
- আপডেট সময় : ০৯:৪৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
- / 67
ঢাকার ধোলাইরপাড় গোল চত্বরকে স্বাধীনতা চত্বর ঘোষণা করেছেন তরুণ আলেমদের প্লাটফরম সাধারণ আলেম সমাজ।
আলেম সমাজের প্রতিনিধিরা দেশের সকল নাগরিক ও ভবিষ্যৎ সরকার প্রধানের কাছে ধোলাইরপাড় চত্বরকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা চত্বর হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
বুধবার (৭ আগস্ট) বিকেল ৫ টায় সাধারণ আলেম সমাজ-এর যাত্রাবাড়ী বড় মাদ্রাসার সমন্বয়ক টিমের উদ্যোগে এ নামকরণ করা হয়।
এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ফরহাদ বিন হুসাইন বলেন, বিগত সময়ে আমরা গুম-খুন এবং চরম জুলুম-নির্যাতনের শিকার হয়েছি।
এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার এবং পরবর্তীতে অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে এ স্বাধীনতা অর্জিত হয়। এ সময় তিনি এই স্বাধীনতা অর্জনে শহীদের কথা স্মরণ করে ‘স্বাধীনতা চত্বর’ এর ঘোষণার সাথে একাত্মতা পোষণ করেন।
ঘোষণা পরবর্তী আলোচনা সমাবেশে সাধারণ আলেম সমাজের প্রতিনিধিরা দেশের সকল নাগরিক ও ভবিষ্যৎ সরকার প্রধানের কাছে ধোলাইরপাড় চত্বরকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা চত্বর হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাধারণ আলেম সমাজের কেন্দ্রীয় সমন্বয়ক মুফতি রিদওয়ান হাসান, মাওলানা মুহিম মাহফুজ, মাওলানা রকিব মুহাম্মদ।
এতে স্থানীয় আলেম, মাদ্রাসা ও স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবি মানুষ ও ধোলাইরপাড় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন