রেকর্ড গড়া ম্যাচে পাকিস্তানের সহজ জয়
- আপডেট সময় : ০৯:৩১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
- / 74
পাকিস্তান-নিউজিল্যান্ডের রেকর্ড গড়া ম্যাচে জয় পেল স্বাগতিকরা। প্রায় চার বছর পর জাতীয় দলের জার্সিতে ফিরে উজ্জ্বল মোহাম্মদ আমির। ফর্মে ফিরেছেন শাহীন শাহ আফ্রিদি।
পাকিস্তানের পুরো বোলিং লাইন আপ দুর্দান্ত পারফরম্যান্স করলেন। তাতে নিউজিল্যান্ড মাত্র ৯০ রানে অলআউট। মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সহজেই জিতে গেলো পাকিস্তান।
পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আমিরের গতির মুখে পড়ে ১৮.১ ওভারে ৯০ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড।
টার্গেট তাড়া করতে নেমে ৪৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় পাকিস্তান। দলের জয়ে ৩৪ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন মোহাম্মদ রিজোয়ান।
টি-টোয়েন্টিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে এটাই সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে ২০০৯ সালে ওভালে দুই দলের আগের রেকর্ডটি ছিল ১৯৯ রানের।
সেই ম্যাচে ওমর গুলের গতির মুখে পড়ে ১৮.৩ ওভারে ৯৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ইউনুস খানের নেতৃত্বাধীন পাকিস্তান ৪১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায়। গুল ৩ ওভারে মাত্র ৬ রানে ৫ উইকেট শিকার করেন।
নিউজটি শেয়ার করুন